ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুবর্ণচরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
সুবর্ণচরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্গা গ্রামে একটি পুকুর থেকে কোহিনুর বেগম (৪৩) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৩ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। কোহিনুর ওই গ্রামের মৃত আব্দুল মন্নানের স্ত্রী।

নিহতের মেয়ে সুরমা বেগম বাংলানিউজকে জানান, শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় খলিল উল্যা জামে মসজিদের ইমামের কাছে অজ্ঞাত কোনো ব্যক্তির মোবাইল নম্বর আনবে বলে ঘর থেকে বের হয়ে যান কোহিনুর। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমাম তাদের ঘরে এসে খাবার খেয়ে যান। ওই সময় ইমামকে তিনি তার মায়ের কথা জিজ্ঞেস করলে তার কাছে যায়নি বলে জানান ওই ইমাম।  সকালে পার্শ্ববর্তী পুকুর থেকে তার মায়ের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাক-কান ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।