ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ঢামেকের জরুরি বিভাগের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের পেছনের জায়গা থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন।

ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।