ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

‘কাউকে সাজা দেওয়ার জন্য নতুন সড়ক আইন তৈরি হয়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, নভেম্বর ২, ২০১৯
‘কাউকে সাজা দেওয়ার জন্য নতুন সড়ক আইন তৈরি হয়নি’

ঝালকাঠি: ‘কাউকে সাজা দিতে নতুন সড়ক আইন তৈরি করা হয়নি। এর উদ্দেশ্য হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষ যেন আরও সচেতন হয়।’

শনিবার (২ নভেম্বর) সকালে শহরের পেট্রোলপাম্প মোড়ে ‘নতুন সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকরের লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন এসব কথা বলেন।

জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ওই সভায় নতুন আইন কার্যকরে সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেন এসপি ফাতিহা ইয়াসমিন।

পরে মহাসড়কে চলাচলরত যানচালকদের সঙ্গে নতুন আইন সম্পর্কে অবহিত করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া, ট্রাফিক পুলিশের ইনচার্জ আল মামুন, ট্রাফিক পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ও আদেল আকবর।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/এবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ