ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিস্তল-বোমা-মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
পিস্তল-বোমা-মাদকসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পিস্তল, বোমা ও মাদকসহ আব্দুল মালেক হাওলাদার (৪৭) নামে এক ‘ শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র‍্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আব্দুল মালেক উপজেলার মহিষকান্দি এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকান্দিতে মালেকের বাড়িতে অভিযান চালিয়ে মালেককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি চাপাতি, ৯ রাউন্ড এ্যামোনিশন, ৫টি পেট্রোল বোমা ও একশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।  

এ ঘটনায় র‍্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে কাঁঠালিয়া থানায় অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।  

আব্দুল মালেকের বিরুদ্ধে বরগুনা, কাঁঠালিয়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও নাশকতার ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।