ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু আটক, কার্যালয়ে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু আটক, কার্যালয়ে অভিযান ময়নুল হক মঞ্জুরের কার্যালয়ে র‌্যাবের অভিযান। ইনসাটে ময়নুল হক মঞ্জুর

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় আটক হয়েছেন কাউন্সিলর মঞ্জু। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবের) দুপুর ১২টার পর রাজধানীর টিকাটুলি এলাকায় এ অভিযান চালানো হয়।  

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর মঞ্জুর কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর সুপার মার্কেটের ব্যবসায়ীরা মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করেন। ওই মামমলার পরিপ্রেক্ষিতে কার্যালয়টিতে অভিযান চালনো হচ্ছে।  

মঞ্জুকে কার্যালয় থেকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম বাংলানিউজকে জানান, ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে ওয়ারী থানায় দায়ে করা এক মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
পিএম/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।