ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেরানীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ জব্দ হওয়া জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার রুহিতপুর এলাকায় ধলেশ্বরী নদীতে এ অভিযান চালানো হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল  এ অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।

কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষায় প্রথমে রুহিতপুর বাজারে অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো ইলিশ পাওয়া যায়নি। পরে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।