ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠাপুকুর জুটমিলের আগুন নিয়ন্ত্রণে, বিপুল পাট ভস্মীভূত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
মিঠাপুকুর জুটমিলের আগুন নিয়ন্ত্রণে, বিপুল পাট ভস্মীভূত

রংপুর: রংপুরে মিঠাপুকুর উপজেলার ইদলপুরে নর্থ বেঙ্গল জুটমিল গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এর আগেই বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বাংলানিউজকে বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নিরুপণ করা যায়নি।  

মিল কর্তৃপক্ষের দাবি, গুদামে প্রায় এক কোটি টাকার পাট মজুদ ছিলো। এর বড় অংশই পুড়ে বা নষ্ট হয়ে গেছে।  

মিলের ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম জানান, মঙ্গলবার সকাল থেকেই মিলের স্বাভাবিক কাজকর্ম চলছিল। এরই মাঝে হঠাৎ আগুনের কুণ্ডলি দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।