ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তৃতীয় শ্রেণির ছাত্রী অপহরণ মামলায় আটক দু’জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
তৃতীয় শ্রেণির ছাত্রী অপহরণ মামলায় আটক দু’জন কারাগারে

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার (১১) অপহরণ মামলার ২ আসামিকে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটক দু’জন হলেন- শাজাহানপুর উপজেলার পারতেখুর গ্রামের লাল মিয়া (৪৫) এবং তার স্ত্রী মরিয়ন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল ৫টার দিকে পারতেখুর স্কুল এলাকা থেকে অজ্ঞাতনামা সিএনজি চালিত অটোরিকশা যোগে তৃতীয় শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তারকে অপহরণ করা হয়।

এ ঘটনায় আদমদিঘী উপজেলার জয়দেবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জিল্লুর রহমানকে (২৫) প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা শাহিদুল ইসলাম।

শাজাহানপুর থানার পরিদর্শক (এসআই) ওবায়দুল আল মামুন বাংলানিউজকে জানান, গত রোববার (২৭ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে অপহরণ মামলার দুই আসামি লাল মিয়া ও মরিয়মকে আটক করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী সুরাইয়াকে উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেইউএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ