ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বজ্রপাত মোকাবিলায় সৈয়দপুরে তালবীজ বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বজ্রপাত মোকাবিলায় সৈয়দপুরে তালবীজ বপন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের খামাতপাড়ায় এক হাজার তালবীজ বপন করা হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতাধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার ( কাবিখা) কর্মসূচির আওতায় ওই তালবীজ বপন করা হয়।

বীজ বপন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল চৌধুরীসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্যরা।  

ওই এলাকায় প্রাথমিক পর্যায়ে এক হাজার তালবীজ বপন করা হয়েছে। পরবর্তীতে অন্য এলাকাতেও এ কার্যক্রমের আওতায় বীজ বপন করা হবে বলেও জানান ওই পিআইও কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।