ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ২৮, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ আব্দুল গফফার (২৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে ঠাকুরগাঁও ডিবির উপপরিদর্শক (এসআই) রবিউল চৌধুরীর নেতৃত্বে একটি টিম হরিপুরের এক নম্বর গেদুরা ইউপির অন্তর্ভুক্ত পাঁচঘরিয়া সতিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক হওয়া মাদকবিক্রেতা আব্দুল গফফার ঠাকুরগাঁওয়ের হরিপুরের আব্দুল বাছেদের ছেলে।

 

এসআই রবিউল চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল গফফারের বাড়িতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে হরিপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।