bangla news

ময়মনসিংহে শপিংমলে আগুন, পুড়ে গেছে ৩টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২৮ ৫:৪১:৫৬ এএম
সূচনা সেন্টার পয়েন্টে আগুন। ছবি: বাংলানিউজ

সূচনা সেন্টার পয়েন্টে আগুন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলের চতুর্থ তলায় আগুনে পুড়ে গেছে তিনটি দোকান।

জানা যায়, রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সূচনা সেন্টার পয়েন্টের ১০ তলা ভবনের চতুর্থ তলায় জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
একে

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-28 05:41:56