ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ইলিশ ধরার দায়ে লৌহজংয়ে ৬৪ মৌসুমি জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, অক্টোবর ২৮, ২০১৯
ইলিশ ধরার দায়ে লৌহজংয়ে ৬৪ মৌসুমি জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬৪ মৌসুমি জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। 

রোববার (২৭ অক্টোবর) রাতে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বাংলানিউজকে এ তথ্য জানান। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ ও লৌহজং থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

ইদ্রিস তালুকদার বাংলানিউজকে জানান, লৌহজংয়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে ৬৪ জন মৌসুমি জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে ৩৬ জন জেলেকে ১০ দিন করে কারাদণ্ড ও ২৮ জনকে সাতদিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল ইসলাম। এছাড়া অভিযানে জব্দ করা তিন লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করাসহ ১৫০ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।  

অভিযান শেষে চারটি ট্রলার ডুবিয়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা দোকানদার, রিকশাচালক ও শ্রমিক পেশায় নিয়োজিত। তারা সবাই মৌসুমি জেলে।

ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সাত হাজার কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকার, মজুদ ও বিক্রি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।