ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্ঘটনায় আহত ব্যক্তির জুতার ভেতরে ১৮ স্বর্ণের বার! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
দুর্ঘটনায় আহত ব্যক্তির জুতার ভেতরে ১৮ স্বর্ণের বার!  জব্দৃকত সোনার বার। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইনবোড এলাকায় এক মোটরসাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলশি।

রোববার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ এ স্বর্ণের বার উদ্ধার করে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল আরোহী দেওয়ান বিপ্লব হোসেনকে (২৫) আটক  করেছে পুলিশ।

তিনি মানকিগঞ্জের সিঙ্গাইরে দেওয়ান মো.  জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় আঞ্জু বেগম বাংলানিউজকে জানান, দৌলতদিয়ার সাইনবোড এলাকায় দু’টি মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে দুই আরোহীই সামান্য আহত হন। স্থানীয়রা এগিয়ে গিয়ে আরোহীদের উদ্ধার করেন।  এসময় রাস্তার ওপর পড়ে থাকা চামড়ার জুতার ভেতরে থেকে  ১৮টি স্বর্ণের বার পাওয়ায় পুলশিকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি জব্দ ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব নামে এক আরোহীকে আটক করা  হয়েছে।  তবে বিপ্লব  দাবি করেছেন এ স্বর্ণের বার সম্পর্কে তিনি কিছু জানেন না। এ জুতাও তার নয়। কিন্তু সেসময় বিপ্লব খালি পায়ে ছিলেন, সেখানে অন্য কোনো জুতাও ছিল না।  

ওসি আরও জানান, এ ব্যাপারে পৃথক আইনগত ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বরে করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।