ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জলঢাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
জলঢাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় তিস্তা নদীর পানিতে ডুবে মীম (৭) ও সিতু (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে মীম (৭) ও আব্দুল কাইয়ুমের মেয়ে সিতু (৭)।

তারা দু’জনে গোলাপঝাড় বসুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মীম ও সিতু নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।  

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।