ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধানমন্ডিতে আগুন: নিহত নারীর পরিচয় মিলেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ধানমন্ডিতে আগুন: নিহত নারীর পরিচয় মিলেছে

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বহুতল একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত নারীর পরিচয় পাওয়া গেছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি-৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

দুপুরে ওই নারীর মরদেহ শনাক্ত করেন গৃহকর্ত্রী অধ্যাপক ডা. আশরাফুন্নেছা।

তিনি বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের গাইনী ওয়ার্ডের বিভাগীয় প্রধান। ভবনের আটতলায় থাকেন। ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন।

আশরাফুন্নেছা বলেন, ওই নারীর নাম জামিলা কুটি (৬০)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে। তিনি এক মাস ধরে আমার বাসায় কাজ করছেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় জামিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।