ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাজ করবে ইরান

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে কাজ করবে ইরান

বাকু, আজারবাইজান থেকে: রোহিঙ্গা সঙ্কটের সমাধানে মিয়ানমারের ওপর আন্তজার্তিক চাপ সৃষ্টিতে ইরান কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

শুক্রবার (২৫ অক্টোবর) আজারবাইজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের এ অবস্থানের কথা জানান।

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফরে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাকু কংগ্রেস সেন্টারে বৈঠক করেন তারা।

পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।

রোহিঙ্গা সঙ্কট বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, আন্তজার্তিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য যে কাজ করার দরকার সেটা তারা করবেন।

‘ইরানের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ’

রোহিঙ্গাদের ইরান সহায়তা অব্যাহত রাখবে জানিয়ে শহীদুল হক বলেন, এর আগেও তারা রোহিঙ্গাদের সহায়তা করেছে, এই সহায়তা তারা অব্যাহতভাবে করে যাবে।

পড়ুন>>রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান

রোহিঙ্গা ইস্যুতে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্র সচিব।

মুসুলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামিক উম্মাহকে এক হতে হবে। নিজেদের মধ্যকার সংঘাত মিটিয়ে এক হতে পারলে মুসলিম উম্মাহ বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।