bangla news

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন পশ্চিমা রেলের জিএম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২৫ ৯:১৪:১৮ পিএম
রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ। ছবি: বাংলানিউজ

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে  ঈশ্বরদী টু রহনপুরগামী কমিউটার ট্রেনে রহনপুর রেলস্টেশনে পৌঁছালে রহনপুর স্টেশন মাস্টার কামরুল ইসলাম তাকে স্বাগত জানান। 

তিনি রহনপুর স্টেশন সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রেলের উন্নয়নের লক্ষ্যে এলাকার সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন-পাকশী রেলওয়ে ডিভিশনের ডিআরএম আহসান উল্লাহ ভূঁইয়া ও সিওপিএস মোহাম্মদ শহীদুল্লাহ, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, রহনপুর আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মতিউর রহমান খান প্রমুখ। 

পরে রহনপুর ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ জিএম এর কাছে ১২টি দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-25 21:14:18