ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ডকইয়ার্ডে কাজ করার সময় লঞ্চে আগুন

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
কেরানীগঞ্জে ডকইয়ার্ডে কাজ করার সময় লঞ্চে আগুন

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ডকইয়ার্ডে কাজ করার সময় সুরভী-৭ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ ডকইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

পোস্তগোলা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মহসিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লঞ্চটি মেরামতের জন্য হাসনাবাদ ডকইয়ার্ডে রাখা ছিল। এখানে মেরামতের কাজ চলছিল। হয়তো কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আগুন লেগেছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।