ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

 ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৪ কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
 ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৪ কিশোর

দিনাজপুর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় দেড় বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে চার শিশু-কিশোর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। এ সময় বিজিবি, বিএসএফ ও দু’দেশের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ফেরত আসা শিশু-কিশোররা হলো- রাজশাহীর বোয়ালীয়া থানার মিঠু মিয়ার দুই ছেলে ছেলে জহিরুল ইসলাম (১২) ও আলামিন ইসলাম (১৪), সুনামগঞ্জ জেলার সদর থানার সাহাবদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (১৫), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন (১০)।  

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান রফিক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ফেরত আসা ওই চার শিশু-কিশোর। পরে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটক হওয়ার পর তাদের ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট শিশু-শোধনাগারে রাখা হয়। সেখানে দেড় বছর কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে বৃহস্পতিবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।