ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায় প্রত্যাশিত হয়নি: আসামিপক্ষের আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, অক্টোবর ২৪, ২০১৯
রায় প্রত্যাশিত হয়নি: আসামিপক্ষের আইনজীবী আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু

ফেনী: এ রায় প্রত্যাশিত রায় হয়নি বলে মন্তব্য করেছেন নুসরাত হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ রায় দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। রাষ্ট্রপক্ষ কোনো অপরাধ সামান্যতমও প্রমাণ করতে পারেনি।

আরও পড়ুন>>>‘নুসরাত হত্যা মামলার রায়ে সরকারের স্বস্তি’

তিনি বলেন, খোদ ডাইং ডিক্লারেশনে নুসরাত কোনো আসামিকে দোষারোপ করেননি। আমরা আপিল করবো সাতদিনের মধ্যে। হাইকোর্টের বিচারক আপিলে সবাইকে খালাস দেবেন, এটা আমাদের নিশ্চিত প্রত্যাশা।  

আরও পড়ুন>>নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট অ্যাটর্নি জেনারেল

‘আমরা এ রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে যাবো। এই রায় শেষ রায় নয়। কেউ আসামি শামীমের নাম বলেননি। কোনো কোনো আসামির জন্য একজনও সাক্ষী দেননি। যা বলার উচ্চ আদালতে বলবো।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।