ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
গফরগাঁওয়ে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজ ছাত্র শিহাব (২০) হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় দেন।

আসামিরা হলেন- মোফাজ্জল, ইলিয়াস (পলাতক), মামুন, মোস্তফা কামাল ওরফে মন্তু, পলাশ, জজ মিয়া, খোকন, সবুজ, আনোয়ার (পলাতক), সোহাগ ও আলম (পলাতক)।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসিম উদ্দিন বলেন, শিহাব হাসান ২০১২ সালের ১৯ অক্টোবর বাদ আসর বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। ২১ অক্টোবর বিকেল তিনটার দিকে মোবাইল ফোনে শিহাবের মা সেলিনা খাতুনকে জানানো হয় যে, তার ছেলে শিহাবের মরদেহ পাগলা থানাধীন গলাকাটা বাজারের পার্শ্বে ব্রহ্মপুত্র নদের তীরে পাওয়া গেছে।

এ ঘটনার দু’দিন পর ২৩ অক্টোবর শিহাবের মা পাগলা থানায় ডিমের ব্যবসা নিয়ে পূর্বশত্রুতার জেরে ছেলে শিহাবকে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।