ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরের প্রবীণ সাংবাদিক শেখ জাকিরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, অক্টোবর ২৪, ২০১৯
পিরোজপুরের প্রবীণ সাংবাদিক শেখ জাকিরের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক ‘পিরোজপুরের কথা’ ও ‘সাপ্তাহিক পিরোজপুরের খবর’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রবীণ সাংবাদিক শেখ জাকির আহম্মেদ (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।



তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ.ম রেজাউল করিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম টিটু,  সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদসহ পিরোজপুর ও নাজিরপুরে কর্তব্যরত সাংবাদিকরা।

তিনি প্রায় ৪০ বছর ধরে বরিশাল ও পিরোজপুরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।  তিনি জেলার নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।