ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরে অনলাইন ক্যাসিনোর ৫ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
জামালপুরে অনলাইন ক্যাসিনোর ৫ জুয়াড়ি আটক

জামালপুর: জামালপুরে অনলাইন ক্যাসিনো খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। এসময় আটকদের থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলা সদরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- রোমান, সোহান, মশিউর, মাহমুদুল হাসান মাসুদ ও ফরহাদ।

র‌্যাব-১৪ জামালপুর কোম্পানি কমান্ডার তোফায়েল আহমেদ মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মেলান্দহের বাজার এলাকায় একটি বিকাশের দোকানে ও জিন্নাহ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় বাজার এলাকায় বিকাশের দোকান থেকে তিনজন ও জিন্নাহ মার্কেটের ছাদে অবস্থিত কফি হাউজ থেকে দুইজনকে আটক করা হয়। অভিযানে আটকদের থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। আটকরা দোকান পরিচালনার অন্তরালে অনলাইনে ক্যাসিনো চালাতেন।  

এর পেছনে প্রভাবশালী কেউ জড়িত রয়েছে কি না আটকদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।