ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলার পরিস্থিতি স্বাভাবিক: বরিশালের ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ভোলার পরিস্থিতি স্বাভাবিক: বরিশালের ডিআইজি

ভোলা: ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। যে সব জায়গায় সমস্যা ছিল, সে সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্কাবস্থানে রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করা হচ্ছে।

মিডিয়া ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বেশ কিছু ছবি ও ফুটেজ পেয়েছি, যেগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বোরহানউদ্দিনের পুরো ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলছি না, তবে এটা দলীয় কোনো বিষয় নয়। কিন্তু কোনো একটা গ্রুপ চেয়েছিলো হয়তো, নতুবা শান্তিপূর্ণ সমাবেশে এরকম ঘটনা কেন।

ডিআইজি আরও বলেন, আমরা বলতে চাই ধ্বংসাত্মক কার্যক্রমে যারা জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আর পুরো ঘটনা কেন, কীভাবে হয়েছিলো তা অবশ্যই বেরিয়ে আসবে।

এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কায়সার উপস্থিত ছিলেন।

এরআগে ডিআইজি বোরহানউদ্দিন থানায় কর্মকর্তাদেরর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।