ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামে বজ্রপাতে বারেক গাজী নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম চিলা গ্রামের কৃষক বারেক গাজী দুপুরে বাড়ির পাশে ধান ক্ষেত দেখতে যান।

তখন বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বারেক গাজীর ছোট ভাই কালাম গাজী বাংলানিউজকে জানান, ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিঠুন সরকার বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই বারেক গাজীর মৃত্যু হয়।

আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বাংলানিউজকে জানান, বজ্রপাতে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।