ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনা সদর হাসপাতাল থেকে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
নেত্রকোনা সদর হাসপাতাল থেকে শিশু নিখোঁজ নিখোঁজ শিশুর মা(মাঝে)

নেত্রকোনা: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে আড়াই বছর বয়সী শিশু রোহা মণিকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর বাবার নাম জামান ‍উদ্দিন।

তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের বাসিন্দা।
 
হাসপাতালে চিকিৎসাধীন জামান উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে চিকিৎসক  রোগীদের কক্ষে আসলে স্বজনদের বাইরে বের করে দেওয়া হয়। এ সময় তার বাকপ্রতিবন্ধী স্ত্রী শিশু রোহাকে নিয়ে বাইরে বের হয়। তখন অপরিচিত এক লোক তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হাসপাতাল পরিদর্শন করেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বাংলানিউজকে জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।