ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। 

বুধবার (২৩ অক্টোবর) ভোরে পত্নীতলা উপজেলার শিয়ার ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।  

নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের বাসিন্দা গফুর ওরফে ভোলার ছেলে।

তিনি দীর্ঘদিন মাদক ও চোরাকারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।  

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রিজ এলাকায় যায়। এসময় চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। অন্যরা পালিয়ে যায়।

এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad