bangla news

সৈয়দপুরে বৃদ্ধাকে পিটিয়ে জমি দখলের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২৩ ৯:৩৮:৩১ এএম
আহত বৃদ্ধাকে উদ্ধার করার সময়। ছবি: বাংলানিউজ

আহত বৃদ্ধাকে উদ্ধার করার সময়। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করে জমি দখলের চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সৈয়দপুর শহরের কাজীরহাট মহল্লায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার এক খণ্ড খাস জমি বরাদ্দ নিয়ে দুই ছেলের পরিবারসহ বসবাস করে আসছেন ৯০ বছরের বিধবা জুলেখা খাতুন। বিধবার ওই জমির ওপর নজর পড়ে এলাকার প্রভাবশালী সিরাজুল হক ওরফে বিদ্যুতের (৩৫)।

একই এলাকার আনিসুল হকের জানান, মঙ্গলবার বিকেলে সিরাজুল হক তার লোকজন নিয়ে বৃদ্ধা জুলেখা খাতুনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশীয় ধারালো অস্ত্র থাকায় কেউ বাধা দিতে সাহস পায়নি। এ অবস্থায় হামলাকারীরা বৃদ্ধাকে প্রায় বিবস্ত্র করে ফেলেন। তার ঘরবাড়িও তছনছ করা হয়। বৃদ্ধার ছেলে ও বউরা বাসায় ছিলেন না। হামলাকারীদের আঘাতে বৃদ্ধার ডান হাত ও পিঠ থেঁতলে যায়। ঘটনার কিছুক্ষণের মধ্যে টহল পুলিশ এসে পৌঁছলে দ্রুত সটকে পড়েন হামলাকারীরা।

কান্নারত অবস্থায় ওই বৃদ্ধা বাংলানিউজকে বলেন, আমরা যুগ যুগ ধরে এ বাড়িতে বসবাস করছি। অথচ সিরাজুল হঠাৎ আমাদের বাড়ি ছাড়া করতে যাচ্ছেন।

এনিয়ে সিরাজুলের মোবাইল ফোনে কথা বলতে চাইলে তার ভাতিজা ফরিদ বাংলানিউজকে জানান, চাচা রংপুরে আছেন। ফোন রেখে গেছেন।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   নীলফামারী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-23 09:38:31