ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্কুলে সরকারি পাঠ্যপুস্তকের অবৈধ মজুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
স্কুলে সরকারি পাঠ্যপুস্তকের অবৈধ মজুদ

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয় থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় পাঁচ হাজার সরকারি পাঠ্যপুস্তক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১০ সদস্যরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে এ বিপুল সংখ্যক বইয়ের সন্ধান পায়  র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, স্কুলে অবৈধভাবে বই মজুদ রাখার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা আফসানা মির্জাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্কুলটিতে সরকারি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।