ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
বরগুনায় মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

বরগুনা: বরগুনায় জাবের গাজী নামে এক মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমাইল হোসাইন এ রায় দেন।

জানা গেছে, ২০১৮ সালের ২০ মে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিচকাটা গ্রামের নিজামের মুদি দোকানের পেছন থেকে ১৫১ পিস ইয়াবাসহ জাবেরকে আটক করে।

পরে আমতলী থানার উপ পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।  

এতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।