bangla news

নদীর তীরের গাছ রক্ষায় স্বেচ্ছাসেবীদের নিবন্ধনের অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২২ ১:১৮:১১ পিএম
নৌ মন্ত্রণালয়ের লোগো

নৌ মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: নদীর তীরের রোপণকৃত গাছ ও অবকাঠামো রক্ষায় সহযোগিতা ও দেখভাল করার জন্য স্বেচ্ছাসেবকসহ স্থানীয় জনগণ ও সুধীজনের নিবন্ধনের অনুরোধ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

নৌ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুড়িগঙ্গা, তুরাগসহ আশাপশের নদীর তীরভূমিতে সীমানা পিলার স্থাপন, তীররক্ষা কাজ, ওয়াকওয়ে, জেটি ও ইকোপার্কসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ এবং বনায়নের কার্যক্রম শুরু করা হয়েছে।

নদীর তীরের রোপণকৃত গাছসহ অন্যান্য স্থাপনা রক্ষায় সহযোগিতা ও দেখভাল করার জন্য স্থানীয় জনগণ ও সুধীজনের এ স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তি ও সংগঠনকে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর), ফোন-৯৫৫২৬৭৩ অথবা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (টিএ), ফোন-৯৫৪৬০৭২ এর সঙ্গে যোগাযোগ করে নাম ঠিকানা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-22 13:18:11