ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে বাসচাপায় নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
কোম্পানীগঞ্জে বাসচাপায় নির্মাণ শ্রমিক নিহত

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বহনকারী বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৪) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলার কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাইসাইকেলে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আব্দুর রহিম। পথে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া নামক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোবিপ্রবির একটি বাস (শিক্ষার্থী বহনকারী) তাকে বহরকারী বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।