bangla news

ভোলার ঘটনায় বিপ্লবসহ ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২২ ৫:০০:১৪ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিপ্লবসহ গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার সিনিয়র চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহন চন্দ্রের ছেলে বিপ্লব, নুর আলমের ছেলে শরিফ ও ইদ্রিসের ছেলে ইমন।

এরআগে, তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) দোলোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, সোমবার তাদের আদালতে পাঠানো হয়। এ সময় তাদের তিনজনকে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, ফেইসবুক পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের গত শনিবার থানায় আনা হয়েছিল। এরপর তাদের গ্রেফতার দেখানো হয়। 
 
বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   ভোলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-22 05:00:14