ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে ছিনতাইকারীর হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ভৈরবে ছিনতাইকারীর হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারী গ্রেপ্তার করতে গিয়ে হামলায় উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন-ভৈরব মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান, হুমায়ুন কবীর ও নারী কনস্টেবল খাদিজা আক্তার।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছিনতাই, হত্যাসহ অন্তত এক ডজন মামলার আসামি ভৈরবপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে রূপককে (২৮) গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় রূপক, তার বোন কনকসহ পরিবারের অন্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান, হুমায়ুন কবীর ও নারী কনস্টেবল খাদিজা আক্তার আহত হন। পরে রূপক ও তার বোন কনককে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. বাহালুল খান বাহার বাংলানিউজকে বলেন,  এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এদিকে ভৈরবের গাছতলাঘাট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আফজাল, অন্তর ও অজয়।

ভৈরবের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ সমাবেশও করেছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এরপরই পুলিশ ছিনতাইকারী গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।