bangla news

স্কুলছাত্রী অপহরণচেষ্টার অভিযোগে পরশুরামে ২ বখাটে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২১ ৬:২৪:২৬ পিএম
আটক দুই যুবক। ছবি: বাংলানিউজ

আটক দুই যুবক। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর পরশুরামের এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করার সময় এলাকাবাসী বাবলু ও সাগর নামে দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গুথুমায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এক স্কুলছাত্রীকে অপহরণ করতে যাওয়ার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাদের পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের কাছে নেওয়া হয়। এ সময় তিনি তাদের পরশুরাম থানা পুলিশের হাতে তুলে দেন।

আটক বাবলু (২৩) ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাজগ্রামের মফিজুর রহমানের ছেলে ও সাগর (২১) আব্দুল হকের ছেলে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, আটক দুই বখাটের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসএইচডি/এবি/এমএ

ক্লিক করুন, আরো পড়ুন :   উত্ত্যক্ত অপহরণ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-21 18:24:26