bangla news

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানচলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২১ ১:৪৯:৫৪ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানচলাচলে ধীরগতি। ছবি: বাংলানিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানচলাচলে ধীরগতি। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: গত তিনদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। মেঘনা ব্রিজে সংস্কার কাজের কারণে এ সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকা থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার যানজট দেখা গেছে। 

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে বলেন, গত ১৮ অক্টোবর (শুক্রবার) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকামুখী যানবাহনের ধীরগতি ও যানজট। মেঘনা ব্রিজের ঢাকামুখী লেন বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে চতুর্থদিনে ভাটেরচর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার ধীরগতি। নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময় লাগছে এ অংশটুকু অতিক্রমকালে। 

কবে মেঘনা ব্রিজের কাজ শেষ হবে এ ব্যাপারে জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। 

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-21 13:49:54