ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোমা সন্দেহে রহস্যময় লাগেজ ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
বোমা সন্দেহে রহস্যময় লাগেজ ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে বোমা সন্দেহে একটি রহস্যময় লাগজকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লাগেজটিতে কোনো বোমা রয়েছে কিনা বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে নগরের পাটগুদাম ব্রিজ সংলগ্ন স্থানে লাগেজটিকে ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানায়, পাটগুদাম ব্রিজের কাছে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ট্রাফিক পুলিশের এক সদস্যের। পরে সন্ধ্যায় পুলিশকে জানান তিনি।  

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাব-১৪'র সিইও লে. কর্ণেল ইফতেখার উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকতারা।

জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, বোম ডিসপোজাল ইউনিট আসলেই জানা যাবে ল্যাগেজটির ভেতরে কি আছে।

বাংলাদেশ সময়: ০৩০১ ঘন্টা,অক্টোবর ২০, ২০১৯
একে/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।