bangla news

ঢাকায় জার্মান অ্যালামনাই নাইট উদযাপিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-২০ ৭:৪৫:৪৪ পিএম
ঢাকায় উদযাপিত হলো জার্মান অ্যালামনাই নাইট

ঢাকায় উদযাপিত হলো জার্মান অ্যালামনাই নাইট

ঢাকা: ঢাকায় দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো জার্মান অ্যালামনাই নাইট। ঢাকার জার্মান দূতাবাস ও ডাড বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার (২০ অক্টোবার) ঢাকার জার্মান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান নাইটে দেশটির ডাড স্কলারশিপের আওতায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সাবেক বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকার জার্মান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ। এতে ডাড বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুমানা কবীর।

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ ডাড স্কলারশিপের আওতায় বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা ভবিষ্যতে যেন আরও ব্যাপকভাবে এই কর্মসূচির সুযোগ নিতে পারেন, সে বিষয়ে নিশ্চয়তা দেন।

বাংলাদশে সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
টিআর/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-20 19:45:44