ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। মূলত মেঘনা সেতুর সংস্কার কাজের কারণে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের পর থেকে যানজট বাড়তে থাকে। এখন তা তীব্র আকার ধারণ করেছে। যানজট ছড়িয়ে পড়েছে এ মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে। যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে কুমিল্লা থেকে ঢাকা আসা-যাওয়ার ক্ষেত্রে মাত্র ২ ঘণ্টা সময় লাগলেও যানজটের কারণে এখন লাগছে কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা। অনেক সময় ১০ ঘণ্টারও বেশি সময় লাগছে।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টারে দিকে এমন পরিস্থিতি দেখা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) থেকে মেঘনা ব্রিজের একপাশ বন্ধ করে সংস্কার কাজ শুরু হয়। তাই শুধু এক লেন দিয়ে যান চলাচল করছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে মেঘনা সেতুর উভয় পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জ এলাকার গাড়িও এ যানজটের কবলে পড়েছে।

ভোগান্তিতে যাত্রীরা।  ছবি: বাংলানিউজ

কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলেন ব্যবসায়ী মহিউদ্দিন। তিনি বাংলানিউজকে বলেন, ‘ভোর ৬ টায় বাসে উঠেছি। এখন দুপুর হয়ে গেছে। মেঘনা ব্রিজে যানজটে আটকে গেলাম। চরম ভোগান্তিতে আছি। ’

দাউদকান্দি ব্রিজে যানজটে থাকা বাস চালক বাহার উদ্দিন বাংলানিউজকে জানান, মেঘনা ব্রিজে সংস্কার কাজ চলছে। তাই যানজট অনেক বেশি। গত তিনদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীরাও কষ্ট পাচ্ছেন। পৌনে ২ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৮ থেকে ৯ ঘণ্টা। আবার মাঝেমধ্যে এরচেয়ে বেশি সময়ও লাগছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, মেঘনা সেতুর এক পাশে সংস্কার কাজ চলছে। এ কারণে মেঘনা সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এর রেশ কুমিল্লার অংশে পড়েছে। তবে আমরা যানজট নিরসনে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।