ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ফাইল ফটো

ঢাকা: জাপান সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উদ্দেশে রোববার (২০ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, জাপানের নতুন সম্রাটের ২২ থেকে ২৪ অক্টোবরের তিন দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি।

জাপানি সম্রাট শতাব্দীর পুরানো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন।

অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় দুইহাজার অতিথি উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতো (৫৯) তার বাবা আকিহিতো সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সে জায়গায় আরোহণ করেন। বিগত দুই শতকে আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট।

জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৫ থেকে ২৭ অক্টোবর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুরও সফর করবেন।

সফরের সময়সূচি অনুযায়ী, রোববার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্লেনটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সেখানে তিন থেকে চার ঘণ্টা যাত্রাবিরতির পর সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে রাষ্ট্রপতি জাপানের উদ্দেশে রওনা দেবেন।

২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।