ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পেঁয়াজের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
পেঁয়াজের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা: পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেশি রাখায় নেত্রকোনায় লিটন সাহা নামে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের বাজারের লিটন সাহা স্টোরে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ আলম এ জরিমানা আদায় করেন।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হকসহ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিদফতরের সহকারী পরিচালক শাহ্ আলম বাংলানিউজকে জানান, শিবাশ্রম গ্রামের আঞ্জুম আরা নামে কৃষক পরিবারের সচেতন এক গৃহিণী ভোক্তা অধিদফতরে অভিযোগ করে তিনি ভোক্তা আইনে বিচার প্রার্থনা করেন। পরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেলে দোকানি লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে থেকে আইন মোতাবেক অভিযোগকারী আঞ্জুম আরাকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২৫০০ টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad