ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৪

বগুড়া: বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার লোহার ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) লোহার ব্রিজ এলাকাস্থ করতোয়া নদীতে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

আটক চার জন হলেন- বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার কায়েদে আজমের ছেলে রাসেল সরকার (৩০), হটিলাপুর পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ফিরোজ মিয়া (৩০), ফুলবাড়ীর সরকার পাড়া এলাকার সোহেল সরকারের ছেলে নাহিদ সরকার (২২) ও মানিকচক এলাকার আজাহার আলীর ছেলে মো. রাকিব (২২)।

ফুলবাড়ী ফাঁড়ি পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহার ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে পুরনো ডিজেলচালিত একটি মেশিন ও ১০ ফুট আকারের দু’টি মোটা পাইপ উদ্ধার করেছে পুলিশ।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক চার জনের নামে সদর থানায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
কেইউএ/কেএসডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ