ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিম হাসপাতালে ছিনতাইকারী চক্রের ২ নারী সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
শেবাচিম হাসপাতালে ছিনতাইকারী চক্রের ২ নারী সদস্য আটক

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে ছিনতাইকারী চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- বরিশাল নগরের চরেরবাড়ির বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগম ও মাদারীপুরের বাসিন্দা সুমন হোসেনের স্ত্রী সুমি বেগম।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিচ তলায় টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, নগরের রূপাতলী এলাকার সুমি আক্তার চিকিৎসা নেওয়ার জন্য শেবাচিম হাসপাতালে আসেন। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার সময় তার ব্যাগ খোলার চেষ্টা করেন সুমি বেগম। এসময় সুমি বেগমকে হাতেনাতে ধরে ফেলে পুলিশকে খবর দেন উপস্থিত লোকজন।

পরে সুমির স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকারী চক্রের নিয়ন্ত্রক ঝর্ণা বেগমকে হাসপাতালের বর্হিবিভাগ থেকে আটক করা হয়। পরে তাদের দুজনকেই কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

চক্রটি দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে থাকা টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যমান মালামাল ছিনতাই করে আসছিলো বলেও জানান এসআই নাজমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএস/এবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।