ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
গাইবান্ধায় ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ শিকারের দায়ে নয় জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা সবাই গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের মোল্লাচর এলাকার বাসিন্দা।

গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বাংলানিউজকে জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে বিভিন্ন হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানির মোল্লাচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ২০ হাজার মিটার জাল এবং ৭ কেজি ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা আটক জেলেদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, জব্দকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।