ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে জার্মানির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
রোহিঙ্গা ইস্যুতে জার্মানির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য জার্মানির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। 

শনিবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন ড. এ কে আব্দুল মোমেন।

সেখানে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি চাপ দেওয়ার জন্য জার্মানির প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় মিয়ানমারকে জবাবদিহিতার আওতার জন্য জার্মান সরকারের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে  বাংলাদেশের বিনিয়োগের জন্য জার্মান সরকারের প্রতি আহ্বান জানান ড. মোমেন। তিনি এ সময় বাংলাদেশে  বিদেশি বিনিয়োগে সুযোগ-সুবিধার কথা তুলে
ধরেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।