ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুলাদী‌তে ৫ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
মুলাদী‌তে ৫ জনের দণ্ড

ব‌রিশাল: ‌ব‌রিশা‌লের মুলাদী উপজেলায় নদী থে‌কে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন করায় পাঁচজনকে একবছর ক‌রে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৮ অ‌ক্টোবর) বি‌কে‌লে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জা‌কির হো‌সেন প‌রিচা‌লিত আদলতে এ সাজা দেওয়া হয়।  

‌তি‌নি জানান, মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর সাহেবের চর নামক জায়গায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অ‌ক্টোবর ১৮, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ