bangla news

৩৬তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৮ ৬:৪৬:৪৫ পিএম
সভাপতি রাজন কুমার সাহা (বায়ে) ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুষার (ডানে)।

সভাপতি রাজন কুমার সাহা (বায়ে) ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুষার (ডানে)।

ঢাকা: রাজন কুমার সাহাকে সভাপতি ও মুশফিকুর রহমান তুষারকে সাধারণ সম্পাদক করে ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের ৪০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি রাজন কুমার সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বাড়ি রাজবাড়ী জেলায়। তিনি বর্তমানে নোয়াখালীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত রয়েছেন। 

সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। তার বাড়ি বরিশাল জেলা। বর্তমানে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে সিরাজগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসই/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-18 18:46:45