ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় চলছে ৭ ফেরি, ফিরেছে স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় চলছে ৭ ফেরি, ফিরেছে স্বস্তি

মাদারীপুর: টানা পাঁচদিন বন্ধ থাকার পর শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। দুপুর থেকে ছোটবড় মিলিয়ে সাতটি ফেরি চলছে এ নৌরুটে। ফলে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে আটকে থাকা পরিবহন চালক, শ্রমিক ও সাধারণ যাত্রীদের মধ্যে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, নাব্যতা সংকটের কারণে গত সোমবার থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে বন্ধ ছিল সব ফেরি চলাচল। শুক্রবার সকালের দিকে নৌরুট কতটুকু সচল হয়েছে, তা দেখতে ছোট চারটি ফেরি দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।

পরে দুপুর থেকে অন্য তিনটি ফেরিসহ মোট সাতটি ফেরি চলাচল শুরু করে। এ নৌরুটে চারটি রোরোসহ মোট ১৮টি ফেরি রয়েছে।

সাধারণ যাত্রীরা জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে ঘাট এলাকায়। পরিবহন চালক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে সব ফেরি চলাচল স্বাভাবিক হলে দুর্ভোগ দূর হবে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে জানান, ফেরি চলাচল শুরু হওয়ার পর ঘাট এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।