ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর পছন্দ হলে ছাতড়া বিলে বিশ্ববিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
প্রধানমন্ত্রীর পছন্দ হলে ছাতড়া বিলে বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, তিনি গ্রামকে শহরে রূপান্তর করতে চান। শহরের ছোঁয়া গ্রামে পৌঁছে দিতে চান। সে লক্ষ্যে শহর থেকে দূরে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। এজন্য শহর থেকে একটু দূরে আমরা জায়গা পরিদর্শন করছি। ছাতড়া বিল যদি প্রধানমন্ত্রীর পছন্দ হয় তাহলে এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠবে। 

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া বিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
 
খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁ-১ সম্পর্কে বলেন, আগামী নির্বাচনের আগে তার এলাকার একটি রাস্তাও কাঁচা থাকবে না।

প্রত্যেকটি রাস্তা কার্পেটিং করা হবে। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের অভিযোগ করার সুযোগ দেব না।  

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, ওসি তদন্ত হুমায়ন কবির, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।