ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে শিশু ধর্ষণচেষ্টাকালে যুবককে ধরে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, অক্টোবর ১৮, ২০১৯
ফেনীতে শিশু ধর্ষণচেষ্টাকালে যুবককে ধরে পুলিশে সোপর্দ

ফেনী: ফেনী শহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টাকালে কামরুল ইসলাম (২৯) নামের বখাটে যুবককে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

শুক্রবার (১৮অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় এলাকা যখন নিরিবিলি হয়ে যায় তখন বখাটে যুবক ওই শিশুটিকে স্থানীয় সেলিমের কলোনির একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকারে আশপাশের কয়েকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে এলাকাবাসী কামরুলকে পিটিয়ে ফেনী মডেল থানা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে তাকে থানা হাজতে নিয়ে যায়।

ফেনী মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। ধর্ষণচেষ্টাকারী যুবক কামরুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চর রুহিতিয়া গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ